history starts to repeat
লিখেছেন লিখেছেন নুমান খালিদ ১৫ এপ্রিল, ২০১৩, ০৩:২৯:৪২ দুপুর
হাসানাত হাই কে অন্তত পক্ষে ধন্যবাদ এই জন্য যে তিনি " অনুভুতিতে আঘাত " এর একটা দিকের সুরাহা করেছেন। নেটে ব্লগে যুদ্ধাপরাদ বিচারের এবং প্রগতির নাম দিয়ে ইসলাম কে অনেক কটাক্ষ করা হয়েছে। মুসলিম রা একে " ধর্মানুভুতিতে আঘাত" হয়েছে বলে প্রতিবাদ করেছেন ।
অথচ কিছু লোক এই প্রতিবাদ কে যুদ্ধাপরাধ বিচার বন্ধের ষড়যন্ত্র আখ্যা দিয়ে " ধর্মানুভুতি " শব্দটাকে " শিশ্নানুভুতি" " নুনুনুভুতি" বলে কত নিকৃষ্ট শব্দেই না বিকৃত করেছে । এরা নিজেকে ইসলাম প্রিয় দাবী করে এবং বলে , আমাদের " ধর্মানুভুতি" অনেক স্ট্রং , কিছুতেই এটা আঘাত প্রাপ্ত হয়না। বিপত্বি টা এখানেই যে আনুভুতি তীব্র হলে সামান্য তেই সেটা আঘাত প্রাপ্ত হয় , কিন্তু এতদিন তারা সেটা জানতনা । আপনার মাকে কেও সামান্য কটু কথা বললে আপনি তাকে মারতে তেড়ে যাবেন , তার প্রতি তীব্র ভালবাসার কারনে । বলতে পারবেন না যে মায়ের প্রতি আমার তীব্র ভালবাসা তাই যে যাই বলুক আমার প্রতিবাদ করার দরকার নেই ।
হাসানাতের গল্পটি প্রকাশিত হবার পর এতদিন যারা নিজেদের " ধর্মানুভুতি ও ধর্মপ্রেম অত্যন্ত স্ট্রং" দাবী করেছিল তাদের পক্ষ থেকে তীব্র ম্যাত্কার শুরু হয়েছে । জাগরন মন্চ থেকে হাসানাতের বিচারের দাবী উঠানোর কথা ও বলল অনেকে ।
এখন তাদের প্রশ্ন তাদের ফিরিয়ে দেওয়া হোক " গনজাগরন আর যুদ্ধাপরাধ বিচার এর প্রতি তাদের ভালবাসার অনুভুতি এতই ঠুনকো যে অল্পতেই আঘাত প্রাপ্ত হয়???????????
বিষয়: বিবিধ
৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন